ভাঙ্গুড়ায় শুভসংঘের খাদ্য সহায়তা পেল ৩০ পরিবার

ভাঙ্গুড়ায় শুভসংঘের খাদ্য সহায়তা পেল ৩০ পরিবার, ষাট বছর বয়সী ওয়াজেদ আলী আট মাস আগে স্ট্রোকে আক্রান্ত হন। লাঠি নিয়ে হাঁটতে

পারলেও

কোনো কাজ করা যায় না। তাদের দুই ছেলে হলেও তারা স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকেন। অসুস্থ বাবা-মায়ের যত্ন নেবেন না।স্ত্রীকে নিয়ে বেকার

ওয়াজেদ

আলী অমানবিক জীবনযাপন করছেন। শুভসংঘের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওয়াজেদ আলীকে চাল, ডাল, চিনি, আটা ও সেমাই দেন।

ওয়াজেদ

আলী এসব খাবার খেয়ে স্বস্তি পেয়েছিলেন। ওয়াজেদ আলী পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা।

আরও খবর পেতে ভিজিট করুউঃnewsallx.com

ভাঙ্গুড়ায় শুভসংঘের খাদ্য সহায়তা পেল ৩০ পরিবার

পৌর শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা তারা বানু। নিজের বাড়ি না থাকায় তিনি ওয়াপদা বাঁধের একটি খুপরিতে থাকেন। একমাত্র ছেলে মানসিক প্রতিবন্ধী। তাই তিনি কোনোভাবে ছেলের জন্য ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।শুভ সংঘের সদস্যরা বুধবার ঈদ-উল-ফিতর উপলক্ষে ওয়াজেদ আলী ও তারা বানুর মতো ৩০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।কুড়িগ্রামের রাজীবপুরে ঝড়ের সময় গাছচাপায় সুফিয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে ওই গৃহবধূর ওপর। সঙ্গে সঙ্গে তাঁকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের ঘটনা এটি।নিহত গৃহবধূর স্বামী দুলাল মিয়া। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে আছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী নিহতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদন জানিয়ে

সরকারিভাবে সাহায্যের আশ্বাস দেন

কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি ধসে পড়ে। অসংখ্য গাছপালা ভেঙে যায়। বিশেষ করে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন চরজনপদের তিনশতাধিক কাঁচাঘরবাড়ি ধসে পড়েছে বলে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যদের কাছ থেকে জানা গেছে।খাদ্য সামগ্রী বিতরণ করেন ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের মেয়র ও শুভসংঘের ভাঙ্গুড়া শাখার উপদেষ্টা গোলাম হাসনাইন রাসেল। এ সময় মুজিবুর রহমান রতন, শাকিব খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।অসুস্থ ওয়াজেদ আলী বলেন, ‘আমি ভ্যান চালাতাম। স্ট্রোক হওয়ার পর এখন ঠিকমতো হাঁটতেও পারি না। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। এমন দুর্দশার মধ্যেও ছেলেরা মাঝেমধ্যে খাবার-পোশাকের ব্যবস্থা করত। এই চাল-ডাল পেয়ে ঈদে কিছুটা শান্তি পাব। ‘

ভাঙ্গুড়ায় শুভসংঘের খাদ্য সহায়তা পেল ৩০ পরিবার

মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, কালের কণ্ঠ শুভসংঘ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে উদারতা দেখিয়েছে। করোনার সময়ে ক্ষতিগ্রস্ত ও

বেকারদের জন্য বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের সহযোগিতা ছিল প্রশংসনীয়। আশা করি আগামীতেও বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘ জনগণের পাশে

থাকবে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *