আসামিকে নিয়ে জন্মদিনের কেক কাটেন ওসি

আসামিকে নিয়ে জন্মদিনের কেক কাটেন ওসি, কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণির জন্মদিন ২ মার্চ।

ওইদিন নিজ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি।

আরও খবর পেতে ভিজিট করুনঃ newsallx.com

আসামিকে নিয়ে জন্মদিনের কেক কাটেন ওসি

জন্মদিনে সাদা পাঞ্জাবি পরেছিলেন তিনি।

কিন্তু হত্যাচেষ্টা মামলার পলাতক আসামির সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিতর্কের সূত্রপাত হয়।

পলাতক আসামিদের সঙ্গে ওসির জন্মদিন পালন, আসামিদের কেক খাওয়ানো এবং আসামির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখে অনেকেই ওসির সমালোচনা করছেন।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ এপ্রিল রাতে একদল সশস্ত্র যুবক চকরিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য তারেকুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে এবং

তার মোটরসাইকেল ভাংচুর করে। মামলায় তারেকুলের ছোট ভাই তানজিমুল ইসলাম বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক

আরহান মাহমুদ ওরফে রুবেলকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন।

মামলার চূড়ান্ত প্রতিবেদন কয়েক মাস আগে আদালতে দাখিল করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

আসামিকে নিয়ে জন্মদিনের কেক কাটেন ওসি

পলাতক আসামি আরহান মাহমুদ ওরফে রুবেলসহ অন্যরা গ্রেপ্তারি পরোয়ানায় আত্মগোপনে রয়েছে বলে পুলিশ দীর্ঘদিন ধরে বলে আসছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

কিন্তু ওসি নিজেই পলাতক আসামিকে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।

এ নিয়ে পুলিশের ভেতরে কানাঘুষা চলছে। বিচার পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মামলার বাদী।

অনুসন্ধানে জানা গেছে, গত ২রা মার্চ বিকেলে হত্যা মামলার ১ নম্বর পলাতক আসামি আরহান মাহমুদ, ৬ নম্বর আসামি মো. আলিফসহ ছাত্রলীগের আরও ১৪ যুবক কেক নিয়ে ওসির কক্ষে প্রবেশ করে।

এরপর কেক কেটে ওসির জন্মদিন পালন করা হয়। আসামিরা ওসিকে কেক খাওয়ান। ওসিও তাদের নিজের হাতে কেক খাওয়ালেন। অনেক ছবি তোলা হয়।

ওই দিন সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আরহান মাহমুদ ওরফে রুবেল তার ফেসবুক আইডি থেকে ওসি ট্যাগ দিয়ে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি (আরহান) লিখেছেন, ‘একটি ছোট অনুষ্ঠান আয়োজনের জন্য সময় দেওয়ার জন্য আপনাকে (ওসি ওসমান) ধন্যবাদ। এই শুভ জন্মদিনে চকরিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় ভাই। ‘

আলিফ তার ফেসবুক আইডি থেকেও পোস্ট করেছেন।

বিচার পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ

আরহান মাহমুদের করা ফেসবুক পোস্টের ছবিতে দেখা যায়, মাঝখানে দাঁড়িয়ে আছেন ওসি ওসমান গণি।

বামদিকে কালো কোট পরা আরহান, আলিফ সহ কয়েকজন ওসিকে জন্মদিনের কেক দিচ্ছেন।

ওসিও আরহানকে কেক খাওয়ালেন। এরপর আরহানের সঙ্গে যাওয়া যুবকদের সঙ্গে ফটোসেশন করেন ওসি।

পলাতক আসামি আরহান মাহমুদ ওরফে রুবেলকে জন্মদিনের কেক খাওয়াচ্ছেন কক্সবাজারের চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।
কক্সবাজারের চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণিকে জন্মদিনের কেক খাওয়াচ্ছেন হত্যা মামলার পলাতক আসামি আরহান মাহমুদ ওরফে রুবেল।
জানা গেছে, ওসি ওসমান চকরিয়া থানার এসআই ছিলেন।

তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন, চকরিয়ার পাশে।

এ বিষয়ে বাদী তানজিমুল ইসলাম কোনো মন্তব্য করতে চাননি।

দুজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে

তবে ফেসবুকে আসামিদের সঙ্গে ওসির জন্মদিন পালনের ছবি দেখে বিস্মিত হয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা বিচার চাই।

পলাতক আসামিদের সঙ্গে জন্মদিন উদযাপন প্রসঙ্গে ওসি ওসমান গণি প্রথম আলোকে বলেন, “মঙ্গলবার জানতে পেরেছি দুজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

ছাত্রলীগের ওই ছেলেদের বিরুদ্ধে মামলা আছে বলে আগে জানতাম না।

ছাত্রলীগের ছেলেমেয়েরা তাদের জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি পারিনি। আসামিদের ধরার চেষ্টা চলছে।’

ওসি ওসমান গণি আরও বলেন, “চকরিয়া ছাত্রলীগে দুটি দল রয়েছে।

এর মধ্যে একটি আমার নিজের জন্মদিনের কেক কাটার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *